
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের বক্তব্য নিয়ে দলের ভেতরে বিতর্ক শুরু হওয়ার পর তাকে ‘উদ্ভট ও শৃঙ্খলা বিরোধী’ মন্তব্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক এমপি ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি নোটিশ প্রত্যাহারের দাবি জানান।
রনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে নেতা এবং দলকে অশ্লীল মাস্টারমাইন্ডদের কবল থেকে রক্ষা করার জন্য লড়াই ঘোষণা করেছেন। তার সঙ্গে লড়াই করার মতো ভাষা, কৌশল ও শক্তি প্রতিপক্ষের কাছে ছিল না। ফলে তারা ভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আওয়ামী দোসর হিসেবে চিহ্নিত করতে শুরু করে এবং বলল সে বিএনপির জন্য ক্ষতিকর। আর বিএনপি সেই ফাঁদে পা দেয়।
তিনি আরও মন্তব্য করেন, বিএনপি নেতারা ভয়কে ভর করে ক্ষমতায় যেতে চায়, শত্রুকে তুষ্ট করতে চায় এবং লড়াই না করে সমঝোতার পথে সফলতা খোঁজে। ২০০৬ থেকে আজ পর্যন্ত যে প্রতিকূল সময় বিএনপি পার করছে, তাতে তারা কোনো শিক্ষা নেয়নি। কঠিন সময় যে শক্তিশালী মানুষ তৈরি করে, তাদের মধ্যে বর্তমানে কতজন আছে?
রনি বলেন, শেখ হাসিনার ভয়ে পালিয়ে যাওয়া অশিক্ষিত ও মানসিক ভারসাম্যহীনরা বিএনপি নেতাদের বিরুদ্ধে ভিডিও বানাবে, আর সেই ভয়ে হাইকমান্ড শত্রুদের তুষ্ট করতে শোকজ ও বহিষ্কারের নাটক চালাচ্ছে। এভাবে দলের সর্বনাশ ঘটছে এবং দেশে নতুন জাতীয় পার্টি তৈরির সম্ভাবনাও প্রকট হচ্ছে।
পরিশেষে তিনি দাবি করেন, এই মুহূর্তে ফজলুর রহমানের বিরুদ্ধে ইস্যু করা শোকজ প্রত্যাহার করা উচিত। তার বিষয়ে তদন্তের জন্য কমিটি করা উচিত, আর যদি কেউ তাকে পছন্দ না করে, সম্মানজনকভাবে বিদায় জানানো উচিৎ।