
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়, যাদের জিজ্ঞাসাবাদে উন্মোচিত হয়েছে ছিনতাই ও চুরির একটি সক্রিয় চক্রের তথ্য।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরীফকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর সেক্টরটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মালামাল পাওয়া যায়।
মোহাম্মদপুর থানার এস আই শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বাবর রোড থেকে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের তথ্য অনুযায়ী আদাবরের সেখেরটেক ৭ নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান চালানো হলে সেখানে “বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফট ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস” উদ্ধার করা হয়। তিনি বলেন, আটকরা জানিয়েছে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করত এবং এসব মালামাল উক্ত বাসায় লুকিয়ে রাখত।
ওসি অপারেশন মফিজ উদ্দিন জানান, “গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিভিন্ন প্রকার ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, চোরাই মালামাল উদ্ধার করা হয়।” তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্ত জানিয়েছে শহিদুল ইসলাম নামে আরেকজনের সঙ্গে তারা এসব অপরাধে যুক্ত ছিল। তাদের দুজনকে নিয়ে শহিদুল ইসলামের বাসায় অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।