
সকালের নীরবতা ভেঙে ঢাকায় অনুভূত হলো রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার হালকা ভূমিকম্প, যা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর সৃষ্টি করেনি।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রাজধানীজুড়ে এই কম্পন টের পান অনেকে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদী থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূগর্ভের ৩০ কিলোমিটার গভীরতায় উৎপন্ন এই কম্পনের মাত্রা ৪ দশমিক ১।
এর মাত্র তিন দিন আগে, সোমবার ১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে দেয়।