
দীর্ঘ অপেক্ষা আর টানা ১২৫ ঘণ্টা আমরণ অনশনের পর শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। পাশাপাশি নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামের আরেকটি নতুন রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সূত্র জানায়, প্রাথমিক তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান নিবন্ধনের দাবিতে গত ৪ নভেম্বর থেকে নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় অনশন শুরু করেন। সব শর্ত পূরণ করেও রাজনৈতিক কারণে তাদের আবেদন বাদ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অনশন চলতে থাকে টানা ১২৫ ঘণ্টা—শীত, অসুস্থতা ও শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে তিনি অবস্থান ধরে রাখেন। একই সময়ে ‘জনতার দল’-ও তাদের চূড়ান্ত আবেদন পুনর্বিবেচনার অনুরোধ জানায়।
তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থা ইসিকে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানায়। ক্রমবর্ধমান চাপের মুখে ইসি প্রথমে তাকে অনশন ভাঙতে এবং আপিল করতে পরামর্শ দেয়। পরে এক জরুরি বৈঠকে বেশ কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনা করা হয়।