
বাংলাদেশের ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তাদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে—আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট জায়ান্ট ‘পেপাল’ শিগগিরই দেশে কার্যক্রম শুরু করতে প্রস্তুত। বিশ্বব্যাপী অনলাইন লেনদেন, বিল পরিশোধ ও আন্তর্জাতিক কেনাকাটায় ব্যবহৃত এই সেবা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আইটি খাতের দাবি ছিল।
পেপাল ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের সঙ্গে নিরাপদে যুক্ত হয়ে দ্রুত অর্থ লেনদেন সম্পন্ন করে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতার জন্য সুরক্ষা সুবিধা ও রিফান্ড ব্যবস্থাও রয়েছে। বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে এটি চালু আছে, বিশেষ করে ফ্রিল্যান্সিং ও ই-কমার্সে এর ব্যাপক ব্যবহার দেখা যায়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহ্সান এইচ মনসুর জানান, পেপালের আসা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন দরজা খুলে দেবে। তিনি বলেন, বিদেশি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মটি বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী এবং এটি চালু হলে উদ্যোক্তারা সহজেই পণ্য রপ্তানি ও পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
তার ভাষায়, “আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। পেপাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করতে পারবেন এবং তাদের পেমেন্টও দ্রুত গ্রহণ করতে পারবেন।”
তিনি আরও বলেন, ব্যাংকের এলসি প্রক্রিয়ার কারণে ছোট উদ্যোক্তারা ছোট চালান পাঠাতে পারেন না, কিন্তু নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে সহজেই পণ্য পাঠানো সম্ভব হবে।
পেপালকে ঘিরে দেশে আগেও বহু প্রতিশ্রুতি ও আলোচনার সৃষ্টি হয়েছিল। ২০১৭ সালে একটি নির্দিষ্ট উদ্বোধন তারিখ ঘোষণা হলেও তা কার্যকর হয়নি। বর্তমানে পেপালের সহযোগী প্রতিষ্ঠান ‘জুম’ সীমিত আকারে সেবা দিচ্ছে, যা ফ্রিল্যান্সারদের পূর্ণ চাহিদা মেটায় না। তাই মূল প্ল্যাটফর্ম পেপালের উপস্থিতি দীর্ঘদিন ধরেই অত্যন্ত প্রত্যাশিত।
বাংলাদেশে পেপাল চালু হলে যে সুবিধাগুলো মিলবেঃ
১. দ্রুত আন্তর্জাতিক পেমেন্ট
গ্রাহকদের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ হবে আরও সহজ ও দ্রুত। এটি বিশ্বব্যাপী পরিচিত ও নির্ভরযোগ্য পদ্ধতি।
২. ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুযোগ
আন্তর্জাতিক মার্কেটপ্লেস ও সরাসরি ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নেওয়া সহজ হবে, যা আয় বাড়াবে।
৩. বৈদেশিক মুদ্রা বৃদ্ধি
অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসবে, অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
৪. ই-কমার্স ও স্টার্টআপ বুস্ট
স্টার্টআপ, ই-কমার্স ও আইটি সেবা খাতের আন্তর্জাতিক লেনদেন হবে আরও স্মুথ ও স্বচ্ছ।
৫. নিরাপত্তা সুবিধা
পেপাল অ্যাকাউন্ট সিকিউরিটি, পারচেজ প্রটেকশন এবং ট্রানজেকশন সেফটি নিশ্চিত করে।