
ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই প্রতিনিধি দলের সাম্প্রতিক বৈঠক। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সাক্ষাৎকে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বলে উল্লেখ করেছে জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি।
আইআরআইয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল এবং প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ। জামায়াতের পক্ষ থেকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ও গবেষক মোকাররম হোসেন, জুবায়ের আহমেদ এবং শিব্বির আহমাদ।
বৈঠকে আলোচনা হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে আইআরআই পরিচালিত সাম্প্রতিক জরিপকে ঘিরে। ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ শীর্ষক এই জরিপটি গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরিচালনা করেছে ‘সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ’, যা আইআরআইয়ের পক্ষ থেকে সারাদেশে তথ্য সংগ্রহ করে।
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানের ওই জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম। দলটির কার্যক্রম সম্পর্কে প্রশ্নে ৫৩ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মত দেন। বিএনপিকে নিয়ে করা প্রশ্নে ৫১ শতাংশ অংশগ্রহণকারী সমর্থন জানান।