
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলেছে। তার উপদেষ্টা ও সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই শুক্রবারের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তিনি বলেন, “কালকে সম্ভব না হলে আগামী শনিবারের মধ্যে তাকে লন্ডন নেওয়া হবে।”
এর আগে এভারকেয়ার হাসপাতালের সামনে দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ মধ্যরাত বা সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। কাতারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি।”
তিনি আরও জানান, লন্ডনে নির্ধারিত হাসপাতালে তার চিকিৎসা চলবে এবং যাত্রাপথে চিকিৎসা সেবার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার সঙ্গে যাবে। চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চিকিৎসক ও নিকটজনসহ মোট ১৪ জন সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাচ্ছেন। তারা হলেন— সায়েদা শামীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।
বহুদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরকার আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
ফেরার পর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সবশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়ে আসছেন দলের শীর্ষ নেতারা, বিশেষ করে চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।