
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে দেশের গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত করে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্রকে অনুসরণ করা হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়। তাই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য দেশনেত্রীর সুস্থতার জরুরি।”
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন।
দুদু বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচার থেকে তিনি বাংলাদেশকে মুক্ত করেছিলেন। মানুষের ভালোবাসা নিয়ে তিনি তিনবার ক্ষমতায় এসেছেন। অথচ সেই মানুষটাই আজ হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ডাক্তাররা বলছেন, তিনি আগের থেকে এখন কিছুটা ভালো আছেন।”
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, “আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন, সুস্থতা দিতে পারেন। আসুন আমরা সবাই আল্লাহর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহতায়ালা যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দেন।”
ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, “বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে ছিলেন না। তিনি কুৎসা পছন্দ করতেন না, নিজেও করতেন না। তিনি কখনো বিদ্বেষী ছিলেন না।”
দোয়া মাহফিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লাইন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।