
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার পুনর্গঠন ও মানবিক সাহায্যের জন্য চীন ১০০ মিলিয়ন ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চীনা নেতা শি জিনপিং এই সহায়তার কথা জানান।
উল্লেখ্য, দুই নেতা বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য উত্তেজনা, তাইওয়ান, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। এই বৈঠক ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ। যদিও ব্যক্তিগতভাবে উভয় নেতার সম্পর্ক দৃঢ়, তবুও বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক বিষয় এখনও সমাধান হয়নি।
চীনের এই ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস। তিনি বলেন, “এই উদার উদ্যোগ চীনের নীতিগত ও অটল অবস্থানের প্রতিফলন, যা ন্যায়বিচারের প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।”
মাহমুদ আব্বাস আরও বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি স্বার্থে চীনের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী তারা।