
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে অনুভূত হলো মাঝারি মাত্রার ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানায়, ৫.৮ মাত্রার এই ভূমিকম্পটি স্থানীয় সময় সকালে আঘাত হানে।
ইউএসজিএসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুমক্সুক কাউন্টি, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এ ঘটনায় ৬.০ মাত্রা রেকর্ড করেছে।
সাংহাই ডেইলির খবর অনুযায়ী, জিনজিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের আহেকি কাউন্টিতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।