লোকসানজনক সরকারি প্রতিষ্ঠান সংস্কারের অংশ হিসেবে পাকিস্তান তাদের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (পিআইএ) বেসরকারি খাতে বিক্রি করতে যাচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, নিলাম আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং তা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলোকে সংস্কার এবং তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে পিআইএ-এর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
প্রায় দুই দশকের মধ্যে এটি দেশের প্রথম বড় বেসরকারিকরণ প্রকল্প হবে। নিলামের জন্য চারটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে প্রাক-যোগ্যতা পেয়েছে: লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।
রাষ্ট্রায়ত্ত সম্প্রচারক পিটিভি নিউজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিলামে অংশগ্রহণকারী কর্পোরেট সত্তা ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পিআইএ-এর নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর, যা সমস্ত মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হবে।”
এতে আরও বলা হয়েছে, জাতীয় বিমান সংস্থার হারানো মর্যাদা পুনরুদ্ধার এবং আধুনিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য করার প্রক্রিয়া সুচারুভাবে এগোচ্ছে। নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্যতা নিশ্চিত করা হচ্ছে।
শেহবাজ শরীফ বলেন, “আমি আশা করি, নিলামের পর যাঁরাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন, তারা পিআইএ-এর সুনাম পুনরুদ্ধার এবং উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।”