
রাশিয়ার মধ্যাঞ্চলীয় তামবভ এলাকায় দ্রুজবা তেল পাইপলাইনে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর-এর একটি সূত্র বুধবার এই তথ্য জানিয়েছে। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র জানায়, হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহকারী এই পাইপলাইনে ইউক্রেনের পঞ্চম হামলা।
২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর অধিকাংশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করলেও, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনও রাশিয়া থেকে তেল আমদানি করছে।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের হামলায় রিমোট কন্ট্রোল বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে স্লোভাক পাইপলাইন অপারেটর এবং হাঙ্গেরির তেল-গ্যাস কোম্পানি এমওএল জানিয়েছে, ঘটনার পরও দ্রুজবা পাইপলাইনে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেনের হামলার ইতিহাসে, মার্চে একবার, আগস্টে দুবার এবং সেপ্টেম্বরে একবার এই পাইপলাইন লক্ষ্যবস্তু হয়েছে। কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, “রাশিয়ার অব্যাহত হামলার জবাবে আমরা তাদের জ্বালানি অবকাঠামোতে আঘাত করে মস্কোর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছি।”