
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির কঠোর অবস্থান যতই আলোচনায় থাকুক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাতে দমছেন না। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং মামদানির প্রকাশ্য হুমকি থাকা সত্ত্বেও তিনি এবারও নিউইয়র্ক সফরে আসছেন।
গাজায় মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে। এই পরিস্থিতিতে সফর নিয়ে প্রশ্ন উঠলে গতকাল বুধবার ৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।”
মেয়র মামদানির সঙ্গে কথা বলার বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, “যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে।”
ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বহু বক্তব্যে বলেছেন যে তিনি ইসরায়েলের অস্তিত্বের পক্ষে।
নির্বাচিত হওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে আসলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ পাঠাবেন। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, ফলে এ আদালতের পরোয়ানায় কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা মামদানির আছে কি না তা নিয়ে আইনি প্রশ্ন রয়ে গেছে।
এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন। তাই গ্রেপ্তারের ঘোষণা বাস্তবায়ন করা মামদানির পক্ষে আদৌ সম্ভব হবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।
নেতানিয়াহু প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফর করেন।
সূত্র: এএফপি