
দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুদিনের ভারত সফর শুরুর ঠিক আগে দেশটির পার্লামেন্ট স্টেট ড্যুমা ভারত-রাশিয়ার লজিস্টিক সহযোগিতা বিষয়ে বিশেষ চুক্তির সবুজ সংকেত দিয়েছে।
এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রেলোস চুক্তির ফলে দুই দেশের সামরিক বাহিনী একে অন্যের ভূখণ্ডে গিয়ে সামরিক অবকাঠামো ব্যবহার করতে পারবে। সামরিক সহযোগিতাকে আরও ঘনিষ্ঠ করতে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে দিল্লিতে আসছেন ভ্লাদিমির পুতিন। তার এ সফরে প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও বাণিজ্যিক সম্পর্ক এবং জ্বালানি তেল বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে।
সফরের আগে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দ্বিপাক্ষিক সহযোগিতায় রাশিয়ার অংশগ্রহণ কতটা বিস্তৃত হবে, তা নির্ভর করছে ভারত কতটা অগ্রসর হতে চায় তার ওপর।
রেলোস চুক্তিটি প্রথমে সই হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। তবে এর আনুষ্ঠানিক অনুমোদন আসে মঙ্গলবার, যখন স্টেট ড্যুমা সিদ্ধান্তটি পাস করে। পিটিআই জানিয়েছে, গত সপ্তাহেই প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চুক্তিটি অনুমোদনের জন্য সংসদে পাঠিয়েছিলেন।
স্টেট ড্যুমার অধিবেশন শুরুর সময় স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন তার ভাষণে ভারত-রাশিয়া সম্পর্ককে “সার্বিক এবং কৌশলগত” বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সম্পর্ককে যে রাশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়, তা এ অনুমোদনই প্রমাণ করে।
সূত্র: বিবিসি