
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে প্রবেশ করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. কাই জিয়ানফাং (Cai Jianfang) নেতৃত্বাধীন এই টিম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়ন করবেন। এর আগে চার সদস্যের একটি দল হাসপাতালে পৌঁছেছিল, পরে আরও চিকিৎসক যোগ হওয়ায় দলটির সংখ্যা ছয়জন পর্যন্ত বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা স্থানীয় চিকিৎসকেদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার সুস্থতার জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন, তা গ্রহণের শারীরিক সক্ষমতা তার এখনও রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডনে ১১৭ দিন চিকিৎসার পর ৬ মে দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তিনি হাসপাতালের সিসিইউতে ভর্তি হন। বিএনপির শীর্ষ নেতারা জানাচ্ছেন, ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার গুরুতর সংকট চলছে।
মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন। তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। কোনো গুজবে কান না দিয়ে জনগণকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সুস্থতায় যে বন্ধু রাষ্ট্রগুলো আন্তরিকতা দেখিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।