
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি হাসপাতালের দরজা অতিক্রম করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, "চিকিৎসক রিচার্ড বিল এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন।" তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত সর্বশেষ তথ্য জানাতে দুপুর সাড়ে ১২টায় তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালের সামনে ব্রিফ করবেন।
উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন সফর করেছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকেও চিকিৎসা নিয়েছিলেন। প্রায় চার মাস পর ৬ মে দেশে ফিরে আসেন তিনি।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দেয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসকরা তাকে ভর্তি রাখেন। এরপর গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।