রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যজ্ঞ, মোমবাতি প্রজ্বলন এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তার আরোগ্য কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে শ্রীশ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব এস এন তরুণ দে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির সহপ্রান্তিক ও জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস।
এছাড়াও সহধর্মবিষয়ক সম্পাদক জন গোমেজ, নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া ও রমেশ দত্ত, কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান জয়দেব জয়, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার দেব জনি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সঞ্জয় গুপ্ত, দপ্তর সম্পাদক মিন্টু বসু এবং সাবেক ছাত্রনেতা বিশ্বজিৎ ভদ্রসহ আরও অনেকে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।










