
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির অনুরোধের প্রেক্ষিতে কাতারের পক্ষ থেকে এ ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এভারকেয়ার হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ তথ্য জানাতে দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। ড. রিচার্ড বিলের নেতৃত্বে এ মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত হয়েছেন। তারা সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছেন।
এদিকে, একই দিন সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থানকালে তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দেয়ার পর গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশের এবং বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলমান রয়েছে।