
নতুন দুটি রাজনৈতিক দল, ‘আমজনতার দল’ এবং ‘জনতার দল’, নির্বাচন কমিশন থেকে (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে, এই দুই দলের নিবন্ধনের বিরুদ্ধে কোনো আপত্তি আছে কি না তা জানতে চেয়েছে কমিশন।
নির্ধারিত সময়ের মধ্যে, আগামী ৯ ডিসেম্বরের মধ্যে, এই আপত্তি জানাতে আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমজনতার দল’ তাদের প্রতীক হিসেবে প্রজাপতি এবং ‘জনতার দল’ কলম চেয়েছে। যেকোনো আপত্তি থাকলে, তা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।