
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ ডিসেম্বর নির্ধারিত এই সাক্ষাতের পরই প্রথা অনুযায়ী চূড়ান্ত তফসিল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের একজন কমিশনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমিশনার বলেন, “১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর দু’এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে।”
এর আগেই নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, তফসিলের সময়সূচি চূড়ান্ত করতে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেই সেটি অনুমোদন দেওয়া হবে। তার ভাষায়, রোববারের (৭ ডিসেম্বর) সভার পর একই সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা সম্ভব।
ইসি সূত্র বলছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই— ৮, ৯, ১০ বা ১১ ডিসেম্বরের যেকোনো একদিন— সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একদিন।