
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ৩৬ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। এর ফলে মোট ঘোষিত প্রার্থীর সংখ্যা বেড়ে ২৭২-এ দাঁড়িয়েছে, আর ২৮টি আসন এখনও ফাঁকা রয়েছে। তবে এবারও দলীয় তালিকায় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার নাম নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্রের খবরে জানা যায়, রুমিন ফারহানার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনও বিএনপির প্রার্থী প্রকাশিত হয়নি। তবে তিনি সরাসরি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে, বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা।
দলীয় সূত্রে জানা যায়, প্রথম দফায় ২৩৭ আসনের তালিকায় মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে ছিলেন কামাল জামান মোল্লা, যিনি পরে স্থগিত হন। এবার ওই আসনে নাদিরা আক্তারকে প্রার্থী করা হয়েছে।
প্রসঙ্গত, গত সরকারের সময় গঠিত বিজয়নগর উপজেলা একসময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনে এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-সদরের অংশ) আসনের অন্তর্ভুক্ত। বর্তমানে পুরো বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অন্তর্ভুক্ত।
১৯৭৩ সালের নির্বাচনে রুমিন ফারহানার বাবা অলি আহাদ এই আসন থেকে নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুর-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে তাহের উদ্দিন ঠাকুর জয়লাভ করেছিলেন।