.jpg)
প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) তৈরি পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক দেখা গেছে, যদিও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ব্যালট থেকে বাদ রাখার কথা ছিল। এই কারণে নৌকা প্রতীক রাখার বিষয়টি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সচিব আখতার আহমেদ বলেন, “পোস্টাল ব্যালটে যে নৌকা প্রতীক দেখানো হয়েছে তা নমুনা মাত্র। মূল বা কার্যকরী ব্যালটে নৌকা প্রতীক থাকবে না। শুধু নৌকা নয়, আরও কিছু প্রতীক মূল ব্যালটে অন্তর্ভুক্ত হবে না।”
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এটি শুধুমাত্র নমুনা ব্যালট, তাই নৌকা প্রতীক রাখা হয়েছে। মূল বা কার্যকরী ব্যালটে নৌকা প্রতীক থাকবে না।