
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্পের কম্পন কাজাখস্তানেও অনুভূত হয়েছে। বিশেষ করে সীমান্তসংলগ্ন আলমাটি শহরে কম্পনের তীব্রতা অনুভব করে মানুষজন ছুটে বাড়ি ছেড়ে রাস্তায় নামে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) কাজাখস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ভূমিকম্পের প্রভাবে আলমাটির অনেক মাধ্যমিক বিদ্যালয়, অফিস ও শপিংমল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ওর্ডা প্রকাশনার তথ্য অনুযায়ী, তুরান বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের কারণে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিজ্ঞানীদের সহযোগিতায় আলমাটিতে একটি হটলাইন চালু করা হয়েছে। শহরের কম্পনের তীব্রতা ৩ পয়েন্ট হিসেবে রেকর্ড করা হয়েছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬.০ ছিল এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরতায় অনুভূত হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।