পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শুধু স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে; তার পরিবারের অন্য সদস্যদের জন্য নয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একসঙ্গে গণনা হবে, এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল ধরা হবে।”
তিনি আরও বলেন, “পুলিশ কমিশন অধ্যাদেশ (৫ সদস্য বিশিষ্ট) অনুমোদিত হয়েছে। এ কমিশন সরকারকে পুলিশকে জনবান্ধব করার সুপারিশ দেবে এবং পেশাগত অভিযোগও দেখবে।”
উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয় বলেও তিনি জানান। তিনি স্পষ্ট করেন, ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য প্রযোজ্য, পরিবারের অন্য সদস্যদের জন্য নয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে ২৩ নভেম্বর সন্ধ্যায় বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দলের শীর্ষ নেতারা, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন, জানান তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতিতে তাকে বিদেশে (লন্ডন) নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়। একই দিন থেকে এসএসএফ ও পিজিআর সদস্যরা এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তা তদারকি শুরু করেন।
সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুযায়ী, ভিভিআইপি ঘোষণা কার্যকর করার নির্দেশ সংশ্লিষ্ট সব সংস্থাকে দেওয়া হয়েছে। ওইদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বিষয়টি জানান।