
যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড ইউনিয়নের আলোচিত প্যানেল আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত হতে এবার আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তর ও জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে আয়োজিত এ আলোচনায় তিনি বক্তব্য রাখবেন।
অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মোওসা হাররাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহর সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ নজর কেড়েছে। চিঠিতে বলা হয়, এ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি তাকে একাডেমিক ও নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সফরের সময় তিনি শুধু প্যানেল আলোচনাই নয়, বরং বিভিন্ন সেমিনার, নীতি সংলাপ এবং শিক্ষা-সংক্রান্ত বৈঠকেও যোগ দেবেন।
আমন্ত্রণপত্রে আরও জানানো হয়েছে যে, তার যুক্তরাজ্য সফর হবে স্বল্পমেয়াদি এবং সম্পূর্ণ একাডেমিক ও আলোচনাকেন্দ্রিক। কর্মসূচি শেষ হলে তিনি দেশে ফিরে আসবেন। সফরের স্থানীয় সমন্বয় ও পুরো সময়সূচি পরিচালনা করবে অক্সফোর্ড ইউনিয়ন।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসনাত আব্দুল্লাহ।