.png)
একই দিনে দুই বিপরীত সিদ্ধান্তে আলোচনায় এসেছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনের প্রার্থিতা। সকালে বৈধ ঘোষণার পর বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণ কমিশন এই সিদ্ধান্ত নেয়।
ইসি সূত্র জানায়, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল করেন। আবেদনে সরোয়ার আলমগীরকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়। আপিলের শুনানি শেষে কমিশন জামায়াত প্রার্থীর আবেদন মঞ্জুর করলে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় সরোয়ার আলমগীর বলেন, “সকালে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করে বিকেলে কীভাবে তা বাতিল করা হলো— এই বিষয়টি আমার আইনজীবীরা খতিয়ে দেখছেন। আইনগতভাবে বিষয়টি এখনো শেষ হয়নি। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আশা করি, আমাকে আটকে রাখা যাবে না।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।