
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন, তা হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে জামায়াত।
সম্প্রতি মাসুদ কামালের সোশ্যাল মিডিয়ার কথা চ্যানেলের অতিথি হিসেবে এসব মন্তব্য করেছেন শরীফ। তিনি বলেন, “টেলিফোনে আড়িপাতা বা এই যে কথাগুলো জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে।”
শরীফ আরও উল্লেখ করেছেন, জামায়াত ইতিমধ্যেই কিছু এলাকায় সংঘাতে জড়িয়ে অস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে তাদের দীর্ঘমেয়াদী আর্থিক, রাজনৈতিক এবং সাংগঠনিক পরিকল্পনা রয়েছে।