
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে ব্যতিক্রমী এক কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। কিন্তু কর্মসূচিতে স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের ছবি ব্যবহার করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৫ আগস্ট) '৩৬ জুলাই: আমরা থামবো না' শীর্ষক এক কর্মসূচির আয়োজন করে ছাত্রশিবিরের ঢাবি শাখা। টিএসসির সবুজ চত্বরে আয়োজিত এই ইভেন্টে একটি ব্যানারে স্থান পায় মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েকজন যুদ্ধাপরাধীর ছবি।
স্থানীয়ভাবে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানারটি টিএসসির অভ্যন্তরের মাঠে স্থাপন করা হয়, যেখানে ৫ আগস্টকে দেশের ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে দাবি করা হয়েছে। কিন্তু একইসঙ্গে স্বাধীনতাবিরোধী হিসেবে পরিচিতদের স্মরণ করায় প্রশ্ন উঠেছে আয়োজকদের উদ্দেশ্য নিয়ে।
কর্মসূচির অংশ হিসেবে টিএসসির সবুজ চত্বরে নির্মাণ করা হয় একটি প্রতীকী ‘গণভবন’, যার নাম দেওয়া হয় ‘ফতেহ গণভবন’। একইসঙ্গে স্থাপন করা হয় ‘৩৬ জুলাই এক্সপ্রেস’ নামের প্রতীকী ট্রেন।
প্রদর্শনীতে আরও ছিল জুলাই মাসের নানা আন্দোলন-সংগ্রামের ছবি, বিপ্লবী নারী চরিত্রের চিত্রায়ণ, শহীদ আবু সাইদসহ অন্য শহীদদের ছবি, গণভবন দখলের প্রতীকী চিত্র ও স্লোগানসমূহ।
তবে ব্যাপক আলোচনার জন্ম দেয় কিছু ব্যাঙ্গাত্মক উপস্থাপনা, যেখানে শেখ হাসিনা, বিচারপতি মানিক মিয়া, জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃতভাবে উপস্থাপন করা হয়।
সমালোচকরা বলছেন, “এমন একটি দিনে স্বাধীনতাবিরোধীদের সম্মান জানানো ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি স্পষ্ট অবমাননা।”