
জয়পুরহাটে দুটি ভিন্ন যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট দুই নারী বাদীকে জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালতের রায়ে, একটি মামলার বাদী নুদার সুলতানা লিজাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর মামলার বাদী হানিফা খাতুনকে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। তবে উভয়েই জরিমানার অর্থ পরিশোধ করায় কারাগারে যেতে হয়নি তাদের।
আদালত সূত্র জানায়, জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা নুদার সুলতানা লিজার সঙ্গে স্বামী মাহফুজুর রহমানের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি মাহফুজুরের বিরুদ্ধে দশ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেন। কিন্তু বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণে মামলাটি মিথ্যা প্রতিপন্ন হওয়ায় আসামি মাহফুজুর রহমান অব্যাহতি পান এবং বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন আদালত।
অন্য মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা হানিফা খাতুন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এক লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে আদালত মামলাটি মিথ্যা হিসেবে চিহ্নিত করে আসামিকে দায়মুক্তি দেন এবং বাদী হানিফাকে দণ্ডিত করেন।