
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পরও ফলাফল ঘোষণা করা যায়নি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট শেষে রাতেই ফলাফল প্রকাশের কথা থাকলেও গণনার ধীরগতির কারণে তা সম্ভব হয়নি।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম জানান, ম্যানুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় সংসদের ভোট গুনতে সময় বেশি লাগছে। রাতের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে, বলেন তিনি।
এর আগে বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোটগণনা শেষ হয়। তবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়নি।
নির্বাচন চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ছাত্রদলসহ চারটি প্যানেল এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
প্রায় ১১ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে ছয় হাজার ১১৫ জন ছাত্র এবং পাঁচ হাজার ৭২৮ জন ছাত্রী ভোটার ছিলেন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।
ফলাফল কখন ঘোষণা হবে তা নিশ্চিত না হলেও নির্বাচন কমিশন রাতেই প্রকাশের চেষ্টা করছে।