
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের সকল দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। এই আহ্বান তিনি সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধ করার আন্তর্জাতিক দিবস উপলক্ষে দিয়েছেন, যা প্রতিবছর ২ নভেম্বর পালিত হয়।
মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, সত্য উদ্ঘাটনের লক্ষ্যে বিভিন্ন দেশে কাজ করা সাংবাদিকরা ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে পড়ছেন। তাদের উপর শারীরিক হামলা, কারাবাস, আইনগত হুমকি, মৌখিক নিপীড়ন এবং নির্যাতনের ঘটনা ঘটছে, এবং অনেকের জীবনও সংকটে রয়েছে।
গুতেরেস বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০ ঘটনার মধ্যে ৯টির বিচার এখনও হয়নি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে ফিলিস্তিনের গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমি আবারও এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
মহাসচিব আরও বলেন, ‘বিচারহীনতা শুধু ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি অন্যায় নয়; এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, সহিংসতা বৃদ্ধির সুযোগ এবং গণতন্ত্রের জন্য হুমকি। সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের সর্বত্র স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা।’
তিনি বিশেষভাবে নারী সাংবাদিকদের ওপর অনলাইন হুমকি ও হয়রানির বিষয়ক গুরুত্বারোপ করেছেন। গুতেরেস বলেন, ‘অনলাইন হুমকি ও হয়রানি প্রতিরোধে আমাদের সক্রিয় হতে হবে। এসব অপরাধের বেশির ভাগ ক্ষেত্রেই শাস্তি দেওয়া হয় না, যা বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ডিজিটাল দুনিয়াকে সাংবাদিকদের জন্য নিরাপদ রাখতে হবে।’
মহাসচিব শেষ করেন, ‘যখন সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠ হারাই। আসুন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং সত্য প্রকাশের জন্য যারা ভয় ছাড়াই কাজ করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নিই।’