
সরকার আগামী ৫ আগস্ট "জুলাই ঘোষণাপত্র" প্রকাশের পরিকল্পনা করছে, তবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য অর্জনের ওপর।
শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মতামত ও খসড়া প্রস্তাবনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, “সরকারের চেষ্টার কোনো ঘাটতি নেই। আশা করছি, সব রাজনৈতিক দল একমত হলে ৫ আগস্ট ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হবে।”
এর আগে আসিফ মাহমুদ জেলা আইনজীবী সমিতির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল ও কাজী নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মো. শহীদুল্লাহ।
একই দিনে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে “গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস–১১ জুলাই” উপলক্ষে আয়োজিত এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানেও অংশ নেন উপদেষ্টা। সেখানে তিনি বলেন, “২০২৪ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দিনটিকে গণ-অভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস হিসেবে স্মরণ করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী।