
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, জেন-জি বিক্ষোভ চলাকালীন ভাঙচুর ও অগ্নিসংযোগ দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ, এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের পরপরই সিংহদরবারে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী কার্কি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহ এবং দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এ ধরনের অপরাধ তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে, তা আমি আগে কখনো দেখিনি।
প্রধানমন্ত্রী জানান, সিংহদরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত সম্পত্তিতে হামলার বিষয়গুলো তদন্ত করা হবে। তিনি অভিযোগ করেছেন, বিক্ষোভের নামে সংঘটিত সহিংসতা হয়তো পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ।
কার্কি আরও বলেন, আমি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব নিইনি, আপনাদের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রজন্মের দাবি পূরণে আমাদের দৃঢ়ভাবে কাজ করতে হবে। তিনি সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।