
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার আদালতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের প্লট দুর্নীতির তিনটি মামলার বাদী হিসেবে দায়ের করা সাক্ষ্যগ্রহণে দুদকের তিন কর্মকর্তা হাজির ছিলেন।
এই তিন মামলাতেই টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা আসামি হিসেবে রয়েছে।
১০ কাঠার প্লট দুর্নীতির এক মামলায় মোট ১৭ জন আসামি রয়েছে, যেখানে রয়েছে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা। অন্য একটি মামলায় আসামি ১৮ জন, যার মধ্যে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা রয়েছেন। এছাড়া আরও একটি মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট ১৮ জন আসামি রয়েছে। এই তিন মামলায় মোট ২২ জন আসামি রয়েছে, যার মধ্যে রাজউক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত।
গত ১১ আগস্ট আদালতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত এই তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশের বাইরে অবস্থান করছেন। ডিসেম্বর মাসে তাদের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে।
এ বিষয়ে টিউলিপ সিদ্দিক অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আমি আনুষ্ঠানিকভাবে কোনো সমন পাইনি।”