
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন।
ড. নজরুলের স্ট্যাটাসে উল্লেখ রয়েছে, ছাত্রশিবিরের বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে বহু কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানবিক নির্যাতন হয়েছিল। পেটানো ও পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি।
আইন উপদেষ্টা আরও জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি এ থিমে ভিত্তি করে ‘আমি আবুবকর’ নামের একটি উপন্যাস লিখেছেন। তিনি শিবিরের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, গণঅভ্যূত্থানকারী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করুন।
ড. নজরুল স্মরণ করেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে গিয়ে হলের ভেতরের অবস্থার বর্ণনা দিয়ে বলেন, বারান্দায় চৌকি, মশারি, ভাঙা টেবিল-চেয়ার দেখে মনে হতো বস্তির মতো। ক্যান্টিন দেখে লঙ্গরখানা মনে হতো। রুমগুলোর ভেতর তো উকি দেওয়াও যেত না। আশা করি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষার্থীদের গুরুতর সমস্যাগুলো সমাধান করবেন।