
রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার, ৩ আগস্ট, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।
তিনি জানান, গত ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমকে কেন্দ্র করে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। “বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে,” বলেন তালেবুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “সারা দেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
রাজধানীতে যেকোনো ধরণের জনসভা ও সমাবেশ ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। “রাজধানীর সভা-সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। সিটিটিসিসহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি,” জানান তালেবুর রহমান।
তিনি আরও বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।