
জুলাই গণঅভ্যুত্থানের পর সব ধরনের প্রলোভন উপেক্ষা করে সততা ও সাহসের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করেছেন শহীদ ওসমান হাদি—এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নিজের স্বার্থ নয়, দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ায় হাদির শেষ বিদায়ের দিনে মানুষের আহাজারি ও দোয়ার ঢল ছিল নজিরবিহীন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আইন উপদেষ্টা দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহ হাদিকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেবেন এবং এই ক্ষণস্থায়ী পৃথিবীর চেয়ে উত্তম অবস্থানে তিনি রয়েছেন বলে তিনি বিশ্বাস করেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, দেশে হামলাকারীদের তুলনায় সৃষ্টিশীল মানুষের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি আত্মত্যাগে প্রস্তুত তরুণের সংখ্যাও এ দেশে উল্লেখযোগ্য।
সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আক্তার হোসেন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।