
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন তার মনোনয়ন ফরম গ্রহণ করেন। দলীয় মনোনয়ন না পাওয়ার পরও নিজের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এটি রুমিন ফারহানার প্রথম পদক্ষেপ।
রুমিন ফারহানা কয়েকদিন ধরেই স্পষ্টভাবে জানিয়ে আসছিলেন যে, বিএনপি থেকে মনোনয়ন না পেলেও তিনি সরাইল-আশুগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। গত সপ্তাহে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, “মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”
সাংবাদিকদের সঙ্গে মঙ্গলবার আলোচনায় তিনি উল্লেখ করেছেন, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট হওয়ার কারণে ওই আসন মাওলানা জুনায়েদ আল হাবিবকে দিতে হয়েছে, যার ফলে তিনি মনোনয়ন পাননি। তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে আগাম পদত্যাগের ইঙ্গিতও দিয়েছেন।
বিশ্বস্ত সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহের পর রুমিন ফারহানা এখন তা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ইতোমধ্যেই তার নির্বাচনী অফিস স্থাপন ও প্রচারণা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মনোনয়ন নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি বর্তমানে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার আছেন ২ লাখ ৮৮ হাজার ৬০৯ জন, আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ জন এবং বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়নে ৫৭ হাজার ৭৪০ জন ভোটার রয়েছেন।