
দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে মোট ৫০ টন ইলিশ পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে প্রবেশ করে।
উৎসবের মরশুমে বাড়তি চাহিদা মাথায় রেখে চলমান রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যেও বাংলাদেশ সরকার বিশেষ অনুমতিতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যান্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী।
সীমান্তে আনুষ্ঠানিকভাবে চালান গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) সাবরিন চৌধুরী।
ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, “বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) পেট্রাপোল দিয়ে ৫০ টন ইলিশ এসেছে। আমরা সন্ধ্যার মধ্যে সেগুলো বাজারে ছাড়ব এবং বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও হাওড়ার বাজারে পাওয়া যাবে।”
তবে সময়সীমা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, “বাংলাদেশ সরকার যে স্বল্প সময়ের মধ্যে রপ্তানির অনুমতি দিয়েছে, তাতে ১ হাজার ২০০ টন ইলিশ সম্পূর্ণ আমদানি করা সম্ভব নয়। আগের কয়েক বছরেও একই সমস্যার কারণে পুরো বরাদ্দ তোলা যায়নি।”
বাংলাদেশ থেকে ইলিশ পাঠানো হচ্ছে সাড়ে ১২ ডলার মূল্যে। কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে এই ইলিশের খুচরা দাম ২ হাজার রুপি ছাড়াবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য ‘ইলিশ বিলাসিতা’ এবারও অধরাই থেকে যেতে পারে।
সূত্র: দ্য হিন্দু