
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের স্বাদ দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে পরাজিত করে টুর্নামেন্টে দারুণ সূচনা করেন নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্রের ইনিংস থামে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানে।
বাংলাদেশের ব্যাটিংয়ে মূল আকর্ষণ ছিলেন শারমিন আক্তার। ৩৯ বল মোকাবিলায় ৮টি চার ও একটি ছক্কায় ৬৩ রান করেন তিনি। ইনিংসের শুরুতে দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে দ্রুত আউট হলেও তিন নম্বরে নেমে শারমিন দলকে এগিয়ে নেন। অধিনায়ক নিগার সুলতানা মাত্র ২ রান করে বিদায় নিলেও শেষভাগে সোবহানা মোস্তারি ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তার ১২ বলে ১৬ রান করে দলের সংগ্রহকে লড়াকু রূপ দেন।
১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৪২ রানের জুটি গড়েন। তবে রাবেয়া খানের আঘাতের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ৫৭ রানে এক উইকেট থেকে অল্প সময়ের মধ্যেই স্কোর দাঁড়ায় ৭৯ রানে ৬ উইকেট।
শেষ দিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও ব্যবধান কমানো সম্ভব হয়নি। বল হাতে ম্যাচসেরা নাহিদা আক্তার ১৮তম ওভারে একাই তিনটি উইকেটসহ মোট চার উইকেট শিকার করেন। রাবেয়া খান নেন দুটি উইকেট।
এই বাছাইপর্বে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা পাবে সুপার সিক্সে। সেখান থেকে সেরা চার দল ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১৫৯/৫ (২০ ওভার) — শারমিন ৬৩, মোস্তারি ৩২
যুক্তরাষ্ট্র ১৩৭/৯ (২০ ওভার) — চেতনা ৩৬, রিতু ৩৩
ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী