
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে। এই ফরমে মোট ১৪টি তথ্য প্রদান করতে হবে। এটি সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) জারি করা নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
নতুন নীতিমালায় বিদেশি পর্যবেক্ষক অনুমোদনের পুরো ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। এর আগে এ ধরনের অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো। এখন ইসির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় ভিসার ব্যবস্থা করবে।
নীতিমালায় বলা হয়েছে, ইসির নির্ধারিত ফরমে পর্যবেক্ষকের নাম, দেশ, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যসহ মোট ১৪টি তথ্য দিতে হবে। পর্যবেক্ষকদের আবেদন জমা দেওয়ার জন্য ইসি ৩০ দিন সময় দেবে। ব্যক্তি বা সংগঠন হিসেবে পর্যবেক্ষক হতে হলে সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচনের দিন বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের নির্দেশ মেনে কাজ করবেন। তবে, তারা দীর্ঘ সময় কেন্দ্রের ভিতরে থাকতে পারবেন না।
ভোটগ্রহণের ১০ দিন আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য একটি সহায়তা ডেস্ক স্থাপন করবে। এছাড়া, নির্ধারিত জেলা বা নির্বাচনী এলাকায় যাওয়ার প্রয়োজন হলে ইসি সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ করবে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকেও এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে।
ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভোট পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে ইইউ’র প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে।