
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। সেখানে দলটি জাতীয় পার্টির বিরুদ্ধে ‘কার্যকর ব্যবস্থা’ নেওয়ার দাবি জানিয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছে। তাদের বর্তমান দুই মহাসচিবের নির্বাচনী পোস্টারেও আওয়ামী লীগ মনোনীত লেখা ছিল। ফলে যা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে একই রকম, সেটাই নির্দেশ করা। এজন্য জাতীয় পার্টির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”
এছাড়া বৈঠকে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও দাবি জানায় এনসিপি।
আরিফুল ইসলাম আদিব বলেন, গত ১৫ বছরে যেসব গুমের ঘটনা ঘটেছে, তাতে রাষ্ট্রীয় সংস্থার যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বিগত তিনটি জাতীয় নির্বাচনে যারা প্রভাব বিস্তার করেছে, তাদের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
নির্বাচন নিয়ে আলোচনা করতে গিয়ে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি অনুযায়ী পরবর্তী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয় এবং একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়।
এনসিপি আরও জানায়, তারা নতুন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠুভাবে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবিও জানিয়েছে দলটি।
আগামী ফেব্রুয়ারিতে যারা ১৮ বছর বয়স পূর্ণ করবে, তাদেরও ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে এনসিপি।
আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন: দলের মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।