
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বসু প্রামাণিক (৬০) নামে এক অভিজ্ঞ জেলে। শনিবার (৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বসু প্রামাণিক হাঁসাইগাড়ি ইউনিয়নের বাসিন্দা ছুতা প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, বসু দীর্ঘদিন ধরে পেশাগতভাবে মাছ ধরতেন এবং প্রায় প্রতিদিনই এলাকার বিলপাড়ে যেতেন। শনিবারও তিনি প্রতিদিনের মতোই হাঁসাইগাড়ি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। তবে হঠাৎ শুরু হওয়া বজ্রপাতের একপর্যায়ে সরাসরি বজ্রাঘাতের শিকার হন তিনি এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন।