
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল পুরস্কারের উপযুক্ত বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককেশাসে ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প একজন শান্তিকামী নেতা।
সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আলিয়েভ বলেন, “আর্মেনিয়ার সঙ্গে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেছি। তিনি সত্যিই নোবেল পুরস্কার প্রাপ্য।”
তিনি আরও বলেন, “তিনি আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককেশাসে অলৌকিক কাজ করেছেন এবং এটি তার চরিত্র। তিনি শান্তি চান।”
আলিয়েভের ভাষ্য, “পশ্চিমা নেতাদের যে চিত্র সেটি থেকে ট্রাম্প সম্পূর্ণ আলাদা। কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ। তিনি খুব উদার। তিনি এ সকল উপহার দিয়েছেন উদার বলেই। পরিকল্পনার চেয়ে বেশি দিয়েছেন। তিনি এমন একজন মানুষ যিনি অনেক কৃতিত্বের যোগ্য।”
ট্রাম্পের প্রতি সবসময় ইতিবাচক মনোভাব ছিল জানিয়ে আজারি প্রেসিডেন্ট আরও বলেন, “তার প্রতি আমার অবস্থান, একজন রাজনীতিবিদ হিসেবে, সবসময় ইতিবাচক ছিল। এমনকি তার প্রেসিডেন্টের প্রথম মেয়াদে, যদিও ওই সময় আমাদের সাক্ষাতের সুযোগ হয়নি। যখন ডিপ স্টেট তার জয় চুরি করল তখনও তার প্রতি আমার অবস্থান ইতিবাচক ছিল।”
আলিয়েভ অভিযোগ করেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস ও রেডিও লিবার্টির মতো কিছু ‘ভুয়া সংবাদমাধ্যম’ মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে। একই ধরনের বিভ্রান্তিকর তথ্য এসব গণমাধ্যম তার বিরুদ্ধেও ছড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে গত ৮ আগস্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দীর্ঘদিনের শত্রু আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, ১৯৮০ সালের দিকে আজারবাইজানের নাগারনো কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার সমর্থনে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অঞ্চলটির অধিকাংশ বাসিন্দা ছিল জাতিগত আর্মেনীয়। তবে ২০২৩ সালে আজারবাইজান আবারও পুরো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। এরপর সেখান থেকে হাজার হাজার আর্মেনীয় নাগরিক পালিয়ে যান।
সূত্র: আল-আরাবিয়া