
কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় পাবনার দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে পৃথক বহিষ্কারাদেশে এ সিদ্ধান্ত জানায় কৃষক দল ও যুবদল।
বহিষ্কৃতরা হলেন, সুজানগর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মণ্ডল (ভবানীপুর, সুজানগর পৌরসভা) এবং পাবনা জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা (দোহারপাড়া, পাবনা পৌরসভা)।
পাবনা জেলা কৃষক দলের বহিষ্কারাদেশে বলা হয়, আব্দুল মজিদ মণ্ডল সম্প্রতি ফেসবুক ও গণমাধ্যমে অনভিপ্রেত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ৩১ আগস্ট সিরাজগঞ্জ থানায় তিনি পুলিশ কর্তৃক গ্রেফতার হন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কৃষক দলের নিকট সুপারিশ জানানো হয়েছে।
অন্যদিকে, সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাবনা জেলা যুবদলের নেতা রাশেদ রানাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার সংগঠন নেবে না এবং সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে দুই নেতাকে আটক করে। এসময় তল্লাশিতে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। পরবর্তীতে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।