
মালয়েশিয়ায় ঢোকার সময় বৈধ কাগজপত্র না থাকায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআই-১) থেকে ২৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)।
বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে একেপিএস জানায়, আগের দিন অর্থাৎ মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি ভিন্ন ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান ওই ২৬ জন। কেএলআই-১ বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন গেটে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে সংস্থার কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য অপারেশন অফিসে নিয়ে যান।
সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে—তারা ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় এলেও দেশে প্রবেশের জন্য প্রয়োজনীয় যৌক্তিক তথ্য বা প্রমাণ দেখাতে পারেননি। এজন্য তাদের প্রবেশাধিকার বাতিল করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
একেপিএস-এর ভাষ্য, “এ ধরনের অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। তাই দেশের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, বিশেষ করে কেএলআই-১ ও কেএলআই-২ বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বহু মানুষ ভ্রমণ ভিসার আড়ালে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করছেন। এ প্রেক্ষাপটে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানায় সংস্থাটি।