
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে এসব রোহিঙ্গাকে প্রবেশ করায় ভারতের কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেন।
আটকদের মধ্যে রয়েছেন ৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৫ নারী ও ১১ জন শিশু-কিশোর। বিজিবি জানায়, তারা মূলত ছয়টি পরিবারের সদস্য।
ময়মনসিংহে অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, "আটক রোহিঙ্গারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে গিয়ে হোটেল ও বাসায় শ্রমিকের কাজ করছিলেন।"
তিনি আরও বলেন, "এক মাস আগে তাদের ভারতীয় পুলিশ আটক করে। তখন তারা নিজেদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। পরে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয়।"
বিজিবি কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও অতীত যাচাই-বাছাই চলছে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।