
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (১ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ যাচাই করার জন্য মন্দির দুটি পরিদর্শন করেন।
পরিদর্শনের পরে মহাপরিচালক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও এই উৎসবের নিরাপত্তা নিশ্চিত করছে। বিজিবি সীমান্তবর্তী ২ হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি রাজধানী ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্বও পালন করছে।
তিনি আরও জানান, প্রতিটি ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিজিবি সবসময় সচেষ্ট। বাকি একদিনে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন অ্যান্ড ট্রেনিং) এবং ঢাকা সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর থেকে ৪৩০ প্লাটুন সদস্য রাজধানী ও সারা দেশের সীমান্তবর্তী এলাকায় ২৪টি বেজ ক্যাম্প স্থাপন করে মোট ২,৮৭০টি পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্ব পালন করছে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকায় ১,৪১৭টি এবং সীমান্তের বাইরে ১,৪৫৩টি মণ্ডপ রয়েছে।
সীমান্তের বাইরের মণ্ডপগুলোর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ-গাজীপুর সিটি করপোরেশনে ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১৮টি মণ্ডপ রয়েছে। বিজিবি এসব মণ্ডপে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সুরক্ষা নিশ্চিত করছে।