
উত্তপ্ত বিতর্কের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। একটি তথ্যচিত্রে তার বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপিত হওয়ায় এই ক্ষমা প্রার্থনা করা হলেও, আলোচিত মানহানি মামলার দাবি বিবিসি স্পষ্টভাবে নাকচ করেছে। এ ঘটনার পর ট্রাম্প বিবিসিকে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণের মামলা করার হুমকি দিয়েছিলেন।
বিবিসি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের ভাষণ সম্পাদনার সময় অনিচ্ছাকৃত ভুল হয়েছে এবং সেই অবস্থায়ই তা প্রচারিত হয়। সংস্থার চেয়ারম্যান সমির শাহ হোয়াইট হাউজে একটি আলাদা চিঠিতেও এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ট্রাম্পের বক্তব্যের কিছু অংশ সম্প্রচার করায় ভুল বার্তা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট সরাসরি ফোন করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে বিবিসি স্পষ্ট জানায় যে, তারা ক্ষমা চাইছে, কিন্তু আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি কোনোভাবেই মানা হবে না।
বিতর্কের সূত্রপাত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে, যেখানে দেখানো হয় ২০২১ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে যে হামলা ঘটে, তার জন্য জনতার উত্তেজনার দায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে তোলা হয়েছে। অভিযোগ, বিবিসির অনুষ্ঠানটিতে ট্রাম্পকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে মনে হয় হামলার পেছনে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এই ব্যাখ্যাতেই আপত্তি জানিয়েছে হোয়াইট হাউজ, এবং তথ্যচিত্রটি বিশ্বজুড়ে প্রচারিত হতেই বিবিসি তীব্র সমালোচনার মুখে পড়ে।
বিতর্ক বাড়তে থাকায় গত সপ্তাহে দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোনার টারনেস। পরিস্থিতির চাপে সংস্থাটি একাধিকবার দুঃখ প্রকাশ করলেও এখন নজর রয়েছে বিষয়টি প্রশাসনিক পর্যায়ে গড়ায় কি না। কারণ, ইতোমধ্যে ইংল্যান্ডের ডেমোক্র্যাট নেতা প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে আহ্বান জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে কথা বলে বিবিসির মর্যাদা রক্ষায় উদ্যোগ নিতে।