
গাজা উপত্যকা পুরোপুরি দখলে নিতে প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন খবর প্রকাশ করেছে দেশটির শীর্ষ সংবাদমাধ্যমগুলো। সোমবার (৪ আগস্ট) জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২, ওয়াইনেট এবং আই২৪ নিউজ এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনগুলোর দাবি, নেতানিয়াহুর এই নতুন পদক্ষেপ বাস্তবায়িত হলে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার প্রতিটি অংশে সামরিক অভিযান চালাবে। এমনকি যেসব এলাকায় হামাস জিম্মিদের আটকে রেখেছে, সেগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।
চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা প্রধানমন্ত্রীর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে লেখেন, “সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ আত্মসমর্পণ না করে হামাস জিম্মিদের ছেড়ে দেবে না, আমরাও আত্মসমর্পণ করবো না। যদি আমরা এখনই পদক্ষেপ না নেই, তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে ও গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে।”
এই খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করে এই পরিকল্পনা থামানোর আহ্বান জানায়।
গাজায় ইসরায়েলি হামলা, খাদ্য সংকট এবং মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল নেতানিয়াহুর ওপর যুদ্ধ বন্ধ ও ত্রাণ সরবরাহে সুযোগ সৃষ্টি করার জন্য চাপ বাড়াচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সোমবার একদিনেই অন্তত ৭৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৬ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ। মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজার ৯৩০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৮ হাজার ৪৩০ জন শিশু।
সূত্র: আল জাজিরা